ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

প্রকাশিত: ১০:২২ এএম, ১৪ মার্চ ২০১৭

৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ৮ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আসন্ন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক প্রসারিত হবে। দুই নেতার মধ্যে আস্থা ও দৃঢ়তার বন্ধন গড়ে উঠবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। ২০১০ সালে দিল্লি সফর করেন তিনি। মাঝে গোয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন। তিনি ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
 
জেপি/এমএমএ/এমএআর/পিআর

আরও পড়ুন