ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মালিন্দো এয়ারকে জরিমানা

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১২ মার্চ ২০১৭

যাত্রীর লাগেজ হারানোর অভিযোগে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ভিত্তিক এয়ারলাইন্স মালিন্দো এয়ারকে। রোববার (১২ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালত এয়ারলাইন্সটিকে এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ জাগো নিউজকে বলেন, মালিন্দো এয়ারের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন যাত্রী সালমান চৌধুরী। অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩ ধারা অনুযায়ী মালিন্দো এয়ারকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আইন অনুযারী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৬২ হাজার ৫০০ টাকা ওই অভিযোগকারী পেয়েছেন। একইসঙ্গে এখন থেকে যাত্রীদের বিদ্যমান আইন ও প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথ সেবা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

আরএম/আরএস/জেআইএম