ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বদলির সম্মতি চেয়ে ইসিকে চিঠি

প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৩ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার কথা চিন্তা করে আবারও পুলিশের গুরুত্বপূর্ণ পদে বদলির সম্মতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। (ইসি সূত্রে এ তথ্য জানা যায়) একইভাবে, পুলিশ হেডকোয়ার্টার থেকে মঙ্গলবার পুলিশের বদলির সম্মতি চেয়ে ইসিতে চিঠি পাঠানো হয়েছিল।

এদিকে ইসি সূত্র জানায়, বিএনপিসহ ২০ দল তিন সিটি নির্বাচনে অংশ গ্রহণ করলেও এখন মানুষের ভেতরের আতঙ্ক কাটেনি। তাছাড়া দেশের কোথাও না কোথাও চোরাগুপ্তা হামলা হচ্ছে। তাই আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসি বেশি চিন্তিত।

সূত্র আরো জানায়, রোববার পুলিশ হেডকোয়াটার থেকে বদলির সম্মতি চেয়ে একটি চিঠি পাঠানো হয়। ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান বদলির সম্মতি দিবে বলে জানা গেছে।

মিজানুর রহমান জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলি সংক্রান্ত একটি চিঠি এসেছে। কমিশনাররা এ নিয়ে মিটিংয়ে বসে নাই।

বিএ/আরআই