ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রোববার থেকে পুরান ঢাকায় অবৈধ কেমিক্যাল কারাখানায় অভিযান

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১১ মার্চ ২০১৭

রাজধানীর পুরান ঢাকা ও বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন কেমিক্যাল কারখানায় অভিযান শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার সকাল ১০টায় নগর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক অবৈধ কেমিক্যাল কারখানা রয়েছে। এসব কারখানায় কোনো ট্রেড লাইসেন্স নেই। অধিকাংশই অননুমোদিত।

অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মেট্রোপলিটন পুলশ, বিস্ফোরক ও পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এমএসএস/বিএ/জেআইএম