মিজারুল কায়েসের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন দক্ষ কূটনীতিককে হারাল। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) মিজারুল কায়েস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।
এএসএস/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা