ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে পেশাদার চার অটোরিকশা চোর গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০১৫

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে চার পেশাদার সিএনজিচালিত অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ডিবির (দক্ষিণ) গাড়ী চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।

এসময় তাদের কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস.এম. জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- জাহিদ (২৫), চক্রের মূলহোতা সেলিম (৩২) এবং তার অপর দুই সহযোগী নজরুল (২৮) ও সোহেল (২৬)।

এস.এম. জাহাঙ্গীর আলম জানান, ১৫ জনের একটি চক্র বিভিন্ন গ্রুপে কাজ করে থাকে। কিছু সদস্য রাজধানীর বিভিন্ন এলাকায় শরবত বা চায়ের দোকান দিয়ে বসে। আরো কিছু সদস্য আশেপাশে ওঁৎ পেতে থাকে। কোন সিএনজিচালিত অটোরিকশা চালক সেখানে শরবত বা চা পান করতে গেলে সুকৌশলে শরবত বা চায়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়।

পরবর্তী তাদের ২/৩ জন উক্ত সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পিছন থেকে ২/৩ জনের আর একটি দল তাদেরকে অনুসরন করে। কিছুদূর যাওয়ার পরে ড্রাইভার নেশায় আক্রান্ত হলে অনুসরনকারী দলের সদস্যরা সিএনজি চালিত অটোরিক্সাটির নিয়ন্ত্রণ নেয় এবং কোন সুবিধাজনক স্থানে ড্রাইভারকে ফেলে দিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে চলে যায়।

গ্রেতারকৃতরা জানায়, সিএনজিচালিত অটোরিকশা গায়ে লিখিত মালিকের নাম্বারে ফোন করে ৫০,০০০/-  হতে ১,৫০,০০০/- টাকা পর্যন্ত দাবি করা হয়। কমপক্ষে ৫০,০০০/- টাকা দিতে রাজি হলে তারা বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। টাকা পেলে তারা সিএনজিটি কোথাও রেখে মালিককে উক্ত স্থান জানিয়ে দেয়। কখনও কখনও টাকা পেলেও তারা সিএনজিচালিত অটোরিকশাটি ফেরত দেয় না।

জেইউ/এএইচ/আরএস/আরআই