ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৬ ভুয়া ডিবি আটক

প্রকাশিত: ০৪:১৭ এএম, ১১ মার্চ ২০১৭

রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ৬ জন ভুয়া সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো মো. জাহাঙ্গীর আলম, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, মো. রনি, মো. ইব্রাহীম ও মো. শাখাওয়াত হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে  ছিনতাই ও ডাকাতি করতো। লোকজনকে জোর করে গাড়িতে তুলে মূল্যবান জিনিসপত্র কেড়ে নিতো এবং সুযোগ বুঝে ফাঁকা কোনো স্থানে ফেলে রেখে যেতো।

এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া শুক্রবার রাতে পৃথক আরেকটি অভিযানে রাজধানীর ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর থানা এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ ৪ জনকে আটক করা হয়।
 
এআর/এআরএস/এমএস/জেআইএম

আরও পড়ুন