ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উদ্ধার হলো আটকা পড়া লঞ্চের যাত্রীরা

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৩ আগস্ট ২০১৪

প্রায় ১৪ ঘন্টা আটকা থাকার পর অবশেষে উদ্ধার জলো মেঘনার ডুবচরে আটকা পড়া এমভি সাত্তার খান-১ নামেরযাত্রীবাহী লঞ্চের যাত্রীরা। ওই স্থানটিতে প্রায় ৫০০ জন যাত্রী নিয়ে শুক্রবার রাতে লঞ্চটি আটকা পড়ে। পরে শনিবার চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে বিআইডাব্লিউটিএ, নৌপুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এমভি রফরফ-২ নামের অপর একটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে ওই সব যাত্রীদের উদ্ধার করে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ লঞ্চটি বড় ধরনের ঝাঁকুনি খেয়ে আটকে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, লঞ্চটি ডুবোচরে আটকে গেছে।

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন জানান, লঞ্চ আটকেপড়ার খবর শনিবার সকালে জানার পর ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অন্য লঞ্চে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

 

উদ্ধারের পর যাত্রীরা অভিযোগ করেন, এমভি সাত্তার খান-১ নামের  তাদের বহনকারী লঞ্চটিতে মূল চালক ছিলেন না। অন্য একজনকে দিয়ে লঞ্চটি চালানো হচ্ছিল। এতে মেঘনার চরে আটকে যায় লঞ্চটি।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সদরঘাট থেকে প্রায় ৫০০ যাত্রী নিয়ে এমভি সাত্তার খান-১ নামের লঞ্চটি দক্ষিণাঞ্চলের পটুয়াখালী যাচ্ছিল।