ড. ইউনূসের বিচার দেশবাসী করবে : প্রধানমন্ত্রী
ব্যাংকের সামান্য একটি এমডি পদের জন্য একজন মানুষ জাতির এত বড় ক্ষতি করতে পারে তা ভাবতেও অবাক লাগে। তার বিচার দেশবাসী করবে। পদ্মা সেতু প্রসঙ্গে ড. ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বয়স হয়ে গেলে ব্যাংকের এমডি পদে থাকতে পারবেন না। সেটা নিয়ে কত বড় একটা ষড়যন্ত্র করা হলো।
এ বিষয়টি নিয়ে আমার পরিবারের ওপরও ঝামেলা কম হয়নি। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে আমার পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে। দিনের পর দিন আমার পরিবারের সদস্যদের মানসিক যন্ত্রণা পোহাতে হয়েছে।
বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউিটে পাট দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে এসব কথা বলেন। তিনি তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের সুনাম অক্ষুণ্ন রাখতে পেরেছি।
আদালত ইতোমধ্যে রায় দিয়েছেন, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। আমার এবং আমার পরিবারের সদস্যদের দ্বারা বাংলাদেশের ক্ষতি হতে পারে এমন কাজ হবে না। পদ্মা সেতুর কাজ যেভাবে এগিয়ে চলছে তাতে বিশ্বের দরবারেও বাংলাদেশের মান মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।
এফএইচএস/এমআরএম/পিআর