ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৯ মার্চ ২০১৭

সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণের পাশাপাশি কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা মাসিক বেতন হিসেবে মহার্ঘভাতাসহ-সর্বসাকুল্যে ২৫০০ টাকার অনুদান পেয়ে থাকেন; যা অনুগ্রহের দানের অনুরুপ।

অন্যদিকে ৫৩৩৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা কোনো প্রকার বেতন পান না। এমন অবস্থায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো নিভু নিভু অবস্থায় চলছে। যার ফলে শিক্ষকদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। অথচ দেশের হাজার হাজার মসজিদে গণশিক্ষা মক্তব চালু আছে এবং সেগুলোর শিক্ষকদের ২৫০০ টাকা মাসিক বেতন প্রদান করা হয়।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে আছে- ইবতেদায়ী শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সিনিয়র বেতন স্কেল প্রদান করা, ২০১৫ সালের ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শতভাগ শিক্ষার্থীর উপবৃত্তি প্রদানের যে ঘোষণা দিয়েছিল তা কার্যকর করা।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মোহম্মাদ আব্দুল ওয়াব, মহাসচিব নুরুল হক, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার প্রমুখ।

এএস/এনএফ/আরআইপি

আরও পড়ুন