ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজনৈতিক স্থিতিশীলতাই একমাত্র সমাধান : ফরাসি রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৬:১৯ এএম, ১১ এপ্রিল ২০১৫

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য পূরণে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, `এ দেশের জন্যই একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য পূরণে সবচেয়ে ভালো পথ হলো শান্তিপূর্ণ পরিবেশ থাকা। এটি অত্যন্ত পরিষ্কার।`

১৬ কোটি মানুষের বাংলাদেশকে `বড় দেশ` হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জনগণ বাংলাদেশকে অস্থিতিশীল হিসেবে বিবেচনা করতে চায় না। রাজনৈতিক অস্থিরতার সমাধান এ দেশেই আছে বলে তিনি তাঁর আস্থার কথা জানান।

মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, `মত প্রকাশের জন্য একজন তরুণকে হত্যা করতে দেখা গ্রহণযোগ্য নয়-আমি এটি বলতে পারি। আমরা এখানে যেসব হত্যাকাণ্ড দেখছি তা অগ্রহণযোগ্য।`

এসএস/এআরএস/আরআইপি