ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৭ মার্চ ২০১৭

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এছাড়া সারাদেশের আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।   

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৪ মিনিটে।

সূত্র: আবহাওয়া অধিদফতর।

এনএফ/পিআর

আরও পড়ুন