মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। কমিটিকে জানানো হয় যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। ওই আদেশের পেরিপ্রেক্ষিতে সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের রিট মামলার সংখ্যা ১৬০টি, যার মধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত মামলার নিষ্পত্তির সংখ্যা দুটি। দফাওয়ারি জবাব তৈরি করে আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। স্থগিত আদেশ প্রত্যাহারের পর সারাদেশে যাচাই-বাছাই সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সমাধানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন স্থাবর সম্পত্তিতে শেয়ারিং পদ্ধতির পরিবর্তে নিজস্ব অর্থায়নে বিল্ডিং নির্মাণ অথবা বিদেশি বিনিয়োগকারীদের এসব সম্পত্তিতে বিনিয়োগের আহ্বান জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সমস্যা সমাধানের লক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব-কমিটির প্রতিবেদন মূল কমিটিতে উপস্থাপন এবং প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মামলাগুলোর পরিমাণ, বর্তমান অবস্থা এবং কতগুলো মামলায় জয়লাভ ও কতটি মামলায় জয়লাভ করা যায়নি এ সংক্রান্ত একটি প্রতিবেদন কমিটির বৈঠকে প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক এবং স্বপন ভট্টাচার্য। এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/ওআর/পিআর