ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাবির সাবেক ছাত্রী সিফাত হত্যাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের সাবেক মেধাবী শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি (জাফরু)।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি করেন সংগঠনের সদস্যরা। মানববন্ধনে জাফরুর সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০ লাখ টাকা যৌতুক না পেয়ে রাজশাহীতে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতনের পর ওয়াহিদা সিফাতকে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে তার স্বামী প্রিসলি, শ্বশুর আইনজীবী রমজান হোসেনসহ পরিবারের সদস্যরা একে আত্মহত্যা বলে প্রচার চালানোর অপচেষ্টা করছেন।

তারা বলেন, সিফাতের ময়না তদন্ত প্রতিবেদনে মাথায় ও থুঁতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিফাত আত্মহত্যা করেননি। তিনি আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

অবিলম্বে তার হত্যাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

জাফরুর সভাপতি সাজ্জাদ হোসেন শাহিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাফরুর সহ-সভাপতি রুহুল কুদ্দুস খান, সাধারণ সম্পাদক এফ এইচ এম হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে শ্বশুরবাড়ি থেকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওয়াহিদা সিফাতকে। এ ঘটনায় দায়ের করা মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ৫ দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ।

একে/পিআর