ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চার্জার লাইটের ভেতর ২ কেজি স্বর্ণ

প্রকাশিত: ০৩:৫৮ এএম, ০৬ মার্চ ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। স্বর্ণগুলো তাদের লাগেজে থাকা চার্জার লাইটের ব্যাটারির সঙ্গে বিশেষ কায়দায় মোড়ানো ছিল।
 
রোববার রাতে এ ঘটনা ঘটে। সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে রাত সোয়া ১১টায় ঢাকায় আসেন রুবেল হোসেন ও রমন চন্দ্র দাস নামে দুই যাত্রী।
 
এক বার্তায় কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদ থাকায় কাস্টমসের গ্রিন চ্যানেলের কর্মকর্তারা আগে থেকেই সতর্ক ছিলেন। ওই দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের লাগেজে থাকা চার্জার লাইটটি খোলার সিদ্ধান্ত নেয় কাস্টমস। এ সময় ব্যাটারির সঙ্গে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার। এগুলোর ওজন প্রায় ২ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮৮ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস।

এআর/এনএফ/এমএস

আরও পড়ুন