ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শান্তিরক্ষায় কঙ্গো যাচ্ছেন ১২৫ নারী পুলিশ

প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ১২৫ নারী সদস্য (ফর্মড পুলিশ ইউনিট-এফপিইউ)। এ লক্ষে রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির কমান্ডারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার আতিয়া হোসনা।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। এছাড়া দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৬৯ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

এএইচ/বিএ/আরআই