ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছোট গাড়ি আমদানি বন্ধ করুন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

যানজট ও জনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের ছোট গাড়ির পরিবর্তে গণপরিবহন আমদানি বা তৈরির প্রতি বেশি নজর দেয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিনদিনব্যাপী অটোমোবাইল প্রদর্শনী ‘১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ২০১৫’ এবং ‘ঢাকা বাইক শো ২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ছোট গাড়ি আমদানি বন্ধ করুন। এসব গাড়ি যানজট বাড়ায়। বড় গাড়ি আমদানি বা তৈরিতে একটু বেশি নজর দিন।’

দেশে ছোট গাড়ির সংখ্যা বাড়ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিনই সড়কে নতুন নতুন ছোট গাড়ি আসার ফলে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। গাড়ি প্রস্তুত ও আমদানিকারক প্রতিষ্ঠানের উচিত ছোট গাড়ির পরিবর্তে গণ পরিবহনের সংখ্যা বাড়ানো। এতে যানজট অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নজরকাড়া নতুন প্রযুক্তির গাড়ি, মোটরসাইকেল এবং গণপরিবহন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সেমস্ গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং সেমস্ বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, সেমস্ গ্লোবালের চেয়ারম্যান মেহেরুন এন ইসলাম বক্তব্য দেন।

একে/আরআইপি