কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে পাঁচ আইনজীবী
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার পাঁচ আইনজীবী।
বৃহস্পতিবার বেলা ১০.৫০ মিনিটের দিকে কারাগারে যান তার পাঁচ আইনজীবী। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে গত ৬ এপ্রিল তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
এরপর বুধবার সন্ধ্যায় রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কামারুজ্জামানকে ৩৬ পৃষ্ঠার রায়ের কপি পড়ে শোনানো হয়েছে।
জেইউ/এআরএস/পিআর