‘নির্বাচন সুষ্ঠু করাই ইসির বড় চ্যালেঞ্জ’
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করাই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশিষ্টজনরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, ইসিকে শক্তিশালী করতে হলে নিজস্ব কর্মকর্তাদের জন্য আলাদা বিসিএস ক্যাডার ব্যবস্থা চালু করতে হবে। কারণ নির্বাচনকালীন সময়ে বাইরে থেকে যে জনবল নিয়োগ দেয়া হয় তাদের ওপর কমিশনের তেমন নিয়ন্ত্রণ থাকে না।
আস্থা অর্জন করা নতুন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিশনের কথাবার্তায়, কাজকর্মে জনমনে এ আস্থা তৈরি হতে হবে যে এই কমিশন দলবাজি করবে না। কোনো ধরনের সংশয় যেন তৈরি না হয়। নতুন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করার পরামর্শও দেন তিনি।
সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার বলেন, মতামত নিয়ে ই-ভোটিং ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বর্তমান কমিশনকে। ছোট ছোট নির্বাচন করে তারা সৎ, দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিকের প্রমাণ দেবেন, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতি মানুষের আস্থা থাকে।
সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) সাখাওয়াত হোসেন বলেন, জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনই নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ। কারণ মানুষের মনে ভোট দিতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক নয়। তাই উপজেলা বা সিটি নির্বাচনের মাধ্যমে কমিশনের নিরপেক্ষতা প্রমাণ হবে না। নির্বাচনের সময় কেমন সরকার থাকবে তারা কীভাবে ইসিকে সহযোগিতা করবে তার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে।
সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন যাতে ঘটে, কমিশনকে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের ক্ষমতা কমিশনকে দেয়া আছে। এখন তারা সেগুলো ব্যবহার করবেন কি না সেটা তাদের বিষয়।
সৈয়দ আবুল মকসুদ বলেন, নতুন নির্বাচন কমিশনের সামনে বিরাট চ্যালেঞ্জ। আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালের শিক্ষক আসিফ নজরুল, সুজনের সমন্বয়ক দিলীপ কুমার সরকার প্রমুখ।
এএস/এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
- ২ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ৩ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৪ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৫ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই