ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেলা ১১টায় কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৯ এপ্রিল ২০১৫

মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচজন আইনজীবী কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন।

আইনজীবীরা হলেন অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট আসাদ উদ্দিন এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে গত ৬ এপ্রিল তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

এরপর বুধবার সন্ধ্যায় রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কামারুজ্জামানকে ৩৬ পৃষ্ঠার রায়ের কপি পড়ে শোনানো হয়েছে।

বিএ/পিআর