ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজ কার্যকর হচ্ছে না ফাঁসি

প্রকাশিত: ০২:২০ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় আজ (বুধবার) কার্যকর হচ্ছে না। বৃহস্পতিবার তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছে কর্তৃপক্ষ। তবে ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় আইনজীবীদের সঙ্গে দেখা করার পর তিনি প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। জানতে চাইলে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান,  কারাকর্তৃপক্ষ বৃহস্পতিবার বেলা ১১টায় আমাদের সাক্ষাতের সময় দিয়েছেন।

এদিকে বুধবার সন্ধ্যা সাতটায় কারাগার ত্যাগ করেন সিনিয়র জেল সুপরা ফরমান আলী। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, ‘আমি বাসায় যাচ্ছি। আজ আর আসবো না।’

উল্লেখ্য, কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করা কপি বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে কারাগারে পৌঁছায়। পরে তাকে কপিটি পড়ে শোনানো হয়।

এর আগে ঢাকা মেট্রো-চ ৫৩-৮১২১ নামের একটি গাড়িতে করে ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহমেদ ও ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আকতারুজ্জামানসহ ছয়জনের একটি দল রায়ের কপি কারাগারে পৌঁছে দিয়ে আবার চলে যান।

বিকেল পৌঁনে ৫টায় সুপ্রিমকোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছায় রায়ের কপিটি। কপিটি ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অরুণাভ গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের উপ-রেজিস্ট্রার মেহেদী হাসান এটি ট্রাইব্যুনালে নিয়ে আসেন।

এএইচ/একে/আরআই