ধর্মঘট ডাকা কেন বেআইনি হবে না : হাইকোর্ট
গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আদেশ থাকার পরও ধর্মঘট ডাকা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সারাদেশে চলমান পরিবহন শ্রমিকদের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এ রিটের শুনানি শেষে হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছেন।
বুধবার সকালে দায়ের করা ওই রিটে স্বরাষ্ট্র সচিব, নৌসচিব ও আইজিপিসহ ১৭ জনকে বিবাদী করা হয়।
এফএইচ/জেডএ/জেআইএম