ধর্মঘটেও রাজধানীতে যানজট!
শ্রমিক ধর্মঘটে অচল ঢাকায় যানজটের ভোগান্তি থেকে আজও রেহাই পাননি নগরবাসী। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ার অসম প্রতিযোগিতা ও ভিআইপি সড়কগুলোতে রিকশার অবাধ চলাচলের কারণে রাজধানীর কয়েকটি রুটে বুধবার সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সকাল ৯টা থেকে মহাখালীর জাহাঙ্গীর গেট থেকে বিজয় স্মরনী পর্যন্ত প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। এই রুট দিয়ে অন্যান্য দিন গাড়ির যেমন চাপ থাকে আজ হঠাৎ সেই চাপ যেন বেড়ে গেছে কয়েকগুন।
এর আগে মিরপুর কচুক্ষেত হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে যারা বিভিন্ন রুটে যাতায়াত করেন তাদেরকেও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এই রুটে মিরপুর ১৪ নম্বর থেকে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশের স্থান পর্যন্ত অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে কাকরাইল মোড় থেকে নাইটেঙ্গেল মোড়, ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড়, নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন ও গুলিস্তান, কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে থেকে মৌচাক ও বসুন্ধরা সিটি কনভেনশন থেকে বিজয় স্মরনী মোড় এবং সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও শেওড়াপাড়া কাজী পাড়া হয়ে মিরপুর ১০ নম্বর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টা হয়েছে।
তবে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দূর পথে যাতায়াতকারীদের আজ একমাত্র অবলম্বন রিকশা। তাই বাধ্য হয়েই নগরবাসী রিকশা ব্যবহার করছেন। এই সুযোগে রিকশা চালকও সুযোগের সৎ ব্যবহার করে ভাড়া বাড়িয়েছেন কয়েকগুন।
অন্যদিকে ভিআইপি রুটগুলোতে আজ রিকশার অবাধ বিচরণ লক্ষ্য করা গেলেও আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই প্রবেশে বাধা দিচ্ছেন না। ঢাকার সড়কে যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন তারাও অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ছেন। কারণে ব্যতিক্রমী এই অভিজ্ঞতা অনেকের নেই বললেই চলে।
বিজয় স্মরনী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজধানীতে চলাচলকারী বাসগুলো বন্ধ তাই ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ার পাশাপাশি ভিআইপি সড়কে রিকশা চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।
এমএম/এআরএস/পিআর