গাবতলীতে গুলিবিদ্ধ শ্রমিকের মৃত্যু
রাজধানীর গাবতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে দারুসসালাম থানা পলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রমিকের মৃত্যুর তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্ছু মিয়া। তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগের খাতায় তাকে অজ্ঞাত যুবক হিসেবে রেকর্ড করা হয়েছে। তার বয়স ৩২ বছরের মতো হবে।
তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এই যুবকের নাম শাহীনুর রহমান।
এআর/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন