ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উপজেলা নির্বাচন : প্রার্থীদের হলফনামা প্রকাশে গড়িমসি ইসির

প্রকাশিত: ০২:৪৫ এএম, ০১ মার্চ ২০১৭

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা প্রকাশের বিধান থাকলেও মানছে না নির্বাচিন কমিশন (ইসি)। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইট ও জনসম্মুখে প্রকাশ না করে বিধি লঙ্ঘন করেছে ইসি।
 
৬ মার্চ অনুষ্ঠিতব্য দেশের ১৮টি উপজেলা পরিষদের নির্বাচনে এখন পর্যন্ত হলফনামা প্রকাশের কোনো উদ্যোগ নেয়া হয়নি। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রার্থীদের নাম ও প্রতীক  প্রকাশ করলেও প্রার্থীর হলফনামাও প্রকাশ করা হয়নি। ওয়েবসাইটে এসব উপজেলার হলফনামা, আয় ও ব্যয়ের বিবরণী, আয়কর রিটার্ন -এসব তথ্যের জায়গায় উল্লেখ করা হয়েছে, এখনও পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলা নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে ইসির ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা প্রকাশের নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, প্রার্থীদের কাছ থেকে হলফনামার মাধ্যমে সংগৃহীত তথ্যাদি রিটার্নিং অফিসারকে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার করতে হবে, যাতে ভোটাররা প্রার্থীদের যাবতীয় তথ্যাদি বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারেন। প্রার্থীর হলফনামার মাধ্যমে দাখিলকৃত তথ্যাদি লিফলেট আকারে ভোটারদের মাঝে প্রচার করতে হবে। লিফলেট উপজেলার হাট বাজারে বা অন্য জনাকীর্ণ স্থানে প্রচারের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতা নেয়া যেতে পারে। সংবাদ মাধ্যমসহ বিভিন্ন এনজিও এরূপ প্রচারের বিষয়ে আগ্রহী হতে পারে। তাদের কাছে এ তথ্য লভ্য করতে হবে। এক্ষেত্রে যে দিন যে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবে, সম্ভব হলে সে দিনই সে প্রার্থীর তথ্যাদি প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে সিডির মাধ্যমেও তথ্যাদি কপি করে দেয়া যেতে পারে। এ সব তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
 
ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ জাগো নিউজকে বলেন, আসলে কি হয়েছে বলতে পারব না। আমি খোঁজ নিয়ে দেখছি। যদি প্রকাশ করা না হয়, তাহলে তা প্রকাশ করা হবে।

এইচএস/এআরএস/পিআর

আরও পড়ুন