ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাবতলীতে পুলিশের র‌্যাকার ভ্যানে আগুন

প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পাশে পুলিশের একটি র‌্যাকার ভ্যানে আগুন দিয়েছে পরিবহন শ্রমিকরা। আজ (মঙ্গলবার) রাতে এ ঘটনা ঘটে।

Gabtoli
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক জাগো নিউজকে বলেন, আমরা ৮টা ৫ মিনিটে আগুনের খবর পাই। মিরপুরের ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জাগো নিউজকে জানান, পরিবহন শ্রমিকরা বিক্ষোভের একপর্যায়ে র‍্যাকার ভ্যানে আগুন দিয়েছে। আগুন এখনো নেভেনি।

Gabtoli
তিনি আরো জানান, বিকেল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সঙ্গে সমঝোতা করলে তারা একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়ি ভাঙচুরের পর পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে পাশে দাঁড়িয়ে থাকা র‌্যাকারে আগুন দেয়।

সরেজমিনে দেখা যায়, গাবতলী হানিফ বাস কাউন্টারের সামনের পুলিশ বক্সেও আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় অগ্নিনির্বাপণে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ফিরিয়ে দিয়েছে দেয় তারা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এআর/জেইউ/এসএইচএস/পিআর

আরও পড়ুন