ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৮ এপ্রিল ২০১৫

সম্প্রতি দেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে কমিটি সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মোসলেম উদ্দীন, আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশিদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন এবং অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কৃষকদের ক্ষতিপুরণের সুপারিশ করছে কমিটি। এছাড় যেসব ঘর উড়ে গেছে তাদেরও ক্ষতিপূরণের সুপারিশ করা হয়।

এছাড়া তিনি আরও জানান, দেশের বাইরে থেকে নিম্নমানের চাল আমদানির কারণে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্থ না হয় তা নজদারির সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের কল্যাণে বিদেশ ভ্রমণ করেন তাদেরকে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা মূল্যায়ন কপি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০৯-১০ হতে ২০১৩-১৪ অর্থ-বছর পর্যন্ত ১৯টি সেচ প্রকল্প ও ১৩৬টি সেচ কর্মসূচির মাধ্যমে সর্বমোট ১৮৪২.৫০ কিলোমিটার বারিড পাইপ সেচনালা নির্মাণ করা হয়েছে যাতে পানি ও ভূমির অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

বৈঠকে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের অগ্রগতিতে সমস্যাবলী চিহিৃত করে উত্তরণের উপায় এবং চিনি উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত সুগারবিট চাষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বি এ ডি সি) গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শূন্যপদে জনবল নিয়োগ এবং মামলা সংক্রান্ত জটিলতা নিরসন করে পদোন্নতি সঠিকভাবে নিশ্চিত করার সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।        

বিএ/পিআর