বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সদরঘাটের ওয়াইজঘাট এবং কেরানীগঞ্জের আগানগর এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নদীর তীরে ৪০টি টংঘর, ১০টি কাটা ভিটি ও ২টি গ্যারেজ উচ্ছেদ করা হয়।
অভিযানে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক শহিদ উল্লাহ, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও সুপারভাইজার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মো. গুলজার আলী বলেন, বিআইডব্লিউটিএর আনসার সদস্য, পোর্টার ও নৌ-পুলিশের সহযোগিতায় লেবার ও এসকেভেটরের সাহায্যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, অবৈধ দখলদাররা রাতের অন্ধকারে স্থাপনা তৈরি করে। ফলে দিনের বেলায় উচ্ছেদকালীন সময় অবৈধ দখলকারীদের দেখা যায় না।
এসআই/ওআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা