ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে কোটি টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াকিটকি, সিগারেট ও শাড়ি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ওয়াকিটকি’র প্রায় ৪০ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২৮৬ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।

দুপুর ১২টার দিকে একটি কার্গো বিমান থেকে ওয়াকিটকি ও দুপুর ৩টার দিকে কলকাতা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমান থেকে বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে বলে তিনি জানান।

জেইউ/এসআরজে