ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পঙ্গু হাসপাতালে ২০ দালাল আটক

প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

রাজধানীর পঙ্গু হাসপাতালে রোগীদের প্রতারিত করার দায়ে চার হাসপাতাল কর্মচারীসহ ২০ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুর ১২টায় হাসপাতালের সামনে থেকে র‌্যাব-২ ব্যাটালিয়ন সদস্যরা তাদের আটক করে। র‌্যাব-২ সহকারী পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন আটকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মো. সালাহ উদ্দিন আহমেদ।

আটকৃতরা জানান, তারা পঙ্গু হাসপাতালে আগত রোগীদের কম টাকায় চিকিৎসার প্রলোভন দেখিয়ে দালালদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায় এবং দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়।

এ ক্ষেত্রে সাধারণ রোগীরা দুইভাবে প্রতারিত হন। এক. ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা যা স্বাস্থের জন্য ঝুকিপুর্ণ। দুই. এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি, ফলে আর্থিক ক্ষতি।

ভ্রাম্যমাণ আদালত আসামদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে নিয়জনকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড এবং অপর সাতজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।

জেইউ/এএইচ/বিএ