ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কামারুজ্জামানের সঙ্গে আবারো সাক্ষাৎ করতে চান আইনজীবীরা

প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখা রায়ের কপি হাতে পাওয়ার পর তার সঙ্গে আবারো দেখা করতে চান আইনজীবীরা। মঙ্গলবার কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা এখনো রায়ের পুর্নাঙ্গ কপি হাতে পাইনি। আমরা আজ (মঙ্গলবার) বিকেল ৫টার আগ পর্যন্ত জেনেছি  বিচারকগণ এখনো রায়ের কপিতে স্বাক্ষর করেননি। স্বাক্ষর হওয়া রায়ের কপি কারা কর্তৃপক্ষ হাতে পেলে আমরা কামারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো।

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না জানতে চাইলে শিশির মনির বলেন, রায়ের কপি পাওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রাণভিক্ষার আবেদন করা হবে কি না এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। তবে তা আমরা জানবো।

মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন আদালত খারিজ করে মৃত্যুদণ্ড বহালের যে রায় দিয়েছেন তা কার্যকর করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। কারাগার কর্তৃপক্ষও সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে বাকি রয়েছে শুধু আদালতের আদেশের কপি কারা কর্তৃপক্ষের হাতে পৌছানো এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি।

এর আগে সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের পরিবার কারাগারে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। সাক্ষাৎ শেষে তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের জানান, তার বাবা (কামরুজ্জামান) আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম ফাঁসি কার্যকর হয় জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয় কাদের মোল্লার। ওইদিন রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়।
২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। পরে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত।

জেইউ/এএইচ/একে/আরআই