ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মগবাজারে দুর্ভোগ কমাতে সেতুমন্ত্রীর আল্টিমেটাম

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

রাজধানীর মগবাজার ফ্লাইওভার প্রকল্প এলাকায় রাস্তা সংস্কার-রক্ষণাবেক্ষণ এবং যানজট ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে প্রকল্প এলাকার যানজট পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে তিনি এ সময় বেঁধে দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ দিন সময় দিলাম। এই সময় পর ২২ এপ্রিল আমি সেখানে যাব। এর মধ্যে দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।’

প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাজমুল আলমকে মন্ত্রী বলেন, মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর এলাকায় দুর্ভোগ এখন কঠিন ও ভয়াবহ। একেবারেই অসহনীয়। যানজট যেন না হয় সে ব্যবস্থা আপনি করবেন।

তিনি আরও বলেন, আমার দুর্ভাগ্য, সবাই মনে করেন রাস্তা আমার। কাল (সোমবার) রাত ২টায় একজন আমাকে ফোন করে বলেন, ‘এত কাজ করেন আপনি এটি (দুর্ভোগ) দেখেন না? পদ্মা সেতু মেট্রোরেল দিয়ে কী হবে, আমরা রাস্তায় চলতে পারছি না।’

তবে প্রকল্প পরিচালক আশ্বাস দেন ১৫ দিনের মধ্যে ওই এলাকার রাস্তা দিয়ে সহজে চলাচল করা যাবে।

বৈঠকে সড়ক বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন এবং ডিএমপির (ট্রাফিক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/একে/আরআইপি