ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে ১২ হাজার ইয়াবাসহ রিয়াদুল্লাহ (৩৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার দুপুর ২টার দিকে আফতাব নগর আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর সড়কের ১১ নম্বর বাসা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খিলগাঁও সার্কেলের পরিদর্শক শামসুল কবির এবং উত্তরা সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম ইয়াবাগুলো উদ্ধার করেন।

টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ইয়াবাগুলো রাজধানীতে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই যুবক।

জেইউ/এএইচ/একে/আরআইপি