ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশের উত্থান তুলে ধরা হবে আইপিইউ সম্মেলনে

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২৯ মার্চ বসছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন। এ সম্মেলনে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ প্রায় ১৫০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আইপিইউ সম্মেলন বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এসব কথা বলেন। ৫ এপ্রিল পর্যন্ত চলা এ সম্মেলনে বাংলাদেশের উত্থান আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সম্মেলনে দেশের উৎপাদিত ঐত্যিবাহী পণ্যসামগ্রীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরা হবে। আইপিইউ দেশসমূহ হতে আগত অতিথিদের সম্মানে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই সঙ্গে সেসব দেশে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিসহ রফতানি আয় বৃদ্ধি পবে।

সূত্র জানায়, সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে গঠিত সবচেয়ে বড় সংস্থা আইপিইউ। সংস্থাটি সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। বাংলাদেশ ১৯৭২ সালে এ সংস্থার সদস্য পদ লাভ করে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ২০১৪ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত ১৩১তম সম্মেলনে জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর বাংলাদেশে আইপিইউ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হয়।

এমইউএইচ/এএইচ/পিআর