হরতালেও মঙ্গলবার এইচএসসি পরীক্ষা হবে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আদালত মৃত্যুদণ্ড বহাল রাখায় সারাদেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াত।
তবে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যেও মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে আন্তশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় এইচএসসি, ভোকেশনালের ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবু বক্কর ছিদ্দিক বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএস/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা