ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে : বার্নিকাট

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসেবে এটা আমার দায়িত্ব। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এরই ধারাবাহিতায় আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। ভবিষ্যতেও অন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা অব্যাহত থাকবো।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টানা প্রায় ২ ঘণ্টার বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতাদের মামলার বিষয়ে কথা হয়েছে।

এর আগে বিকাল পৌনে ৫টায় খালেদার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা রিয়াজ রহমান ও বার্নিকাটের সঙ্গে আগত দুই কর্মকর্তা।

এমএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন