৩ সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু মঙ্গলবার
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে আনুষ্ঠানিক প্রচার। অবশ্য প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে ৯ এপ্রিল পর্যন্ত ।
১০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের পক্ষে প্রতীক বরাদ্দ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনী আইনানুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরুর কথা বলা হয়েছে। সেই হিসেবে ৭ এপ্রিল থেকেই তিন সিটির মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারের সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তিন সিটিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আনুষ্ঠানিক প্রচারের মাধ্যমে ভোট উৎসব পূর্ণতা পাবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি পালনের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে। সেক্ষেত্রে প্রার্থীদেরকে আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে প্রচার চালানোর জন্য আহবান জানান তিনি।
গত ১৮ মার্চ তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। ২৯ মার্চ পর্যন্ত তিনি সিটিতে এক হাজার ৮৩৩ জন মনোনয়নপত্র জমা দেন। গত ১ ও ২ এপ্রিল বাছাইয়ে ২৫০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এছাড়াও ঢাকায় আরো ১৪ জন কাউন্সিলর প্রার্থী আদালতের নির্দেশে নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ লাভ করেন। বাতিল ঘোষণা করা প্রার্থীদের মধ্যেও বেশ কয়েকজন আপিলের মাধ্যমে প্রার্থীতা ফেরত পান। আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে একযোগে ভোট নেওয়া হবে।
এসআরজে