ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাস্টমস কমিশনার দফতরে রদবদল

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

দুই জন অতিরিক্ত কমিশনারকে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্বে কমিশনার করাসহ ১১ কাস্টমস কমিশনারের দফতর রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআর থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পানগাঁওয়ের কাস্টমস কমিশনার মাসুদুল কবিরকে কমলাপুর আইসিডিতে, ঢাকা পশ্চিম ভ্যাটের কমিশনার সাইফুল ইসলামকে কাস্টমস বন্ড কমিশনারেটে, চট্টগ্রাম ভ্যাট আপিলের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম ভ্যাটে, খুলনা ভ্যাটের কমিশনার আল আমিন প্রামাণিককে মংলা কাস্টমস হাউজে এবং তার স্থলে দেওয়া হয়েছে মংলার কমিশনার কেএম অহিদুল আলমকে।

এছাড়া আবদুল মান্নান শিকদারকে চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে রাজশাহী ভ্যাটে, চট্টগ্রাম ভ্যাটের কমিশনার জামাল হোসেনকে যশোর ভ্যাটে, ঢাকা বন্ড কমিশনারেটের কমিশনার ড. শহিদুল ইসলামকে চট্টগ্রাম ভ্যাট আপিলে, কমলাপুর আইসিডির কমিশনার এসএম হুমায়ন কবিরকে শুল্ক মূল্যায়নে, যশোর ভ্যাটের কমিশনার শফিকুল ইসলামকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে, কুমিল্লা ভ্যাটের কমিশনার এনামুল হককে ঢাকা পূর্ব ভ্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত কমিশনার মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্বে ঢাকা পশ্চিম ভ্যাট এবং মোস্তবা আলীকে পানগাঁও কাস্টমস হাউজের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরএস/আরআই