ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি

প্রকাশিত: ০৮:২৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ বিমান, অফিস-আদালত, কোট-কাচারিসহ- সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে অনেক জ্ঞানপাপী আছেন যারা বাংলা ভাষাকে উপেক্ষা করে ইংরেজি ভাষাকে লালন করে। এ সমস্ত জ্ঞানপাপীদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। বাংলা ভাষাকে ছোট করলে বাংলাদেশ কখনও এগিয়ে যেতে পারবে না। কারণ যে ভাষা প্রতিষ্ঠিত করতে আমাদেরকে প্রাণ দিতে হয়েছে।

তারা বলেন, যে ভাষা আমরা আমাদের গর্ভধারিণী মায়ের কাছ থেকে প্রথম শেখি সেই ভাষাকে যারা অবজ্ঞা করে ইংরেজি স্টাইলে বাংলা বলার চেষ্টা করে তারা কখনও বাংলাদেশকে বিশ্বাস করে না।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ মো. আব্দুর রাজ্জাক শাকিলের সভাপতিত্বে মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. একে আব্দুল মোমিন, বিশ্ব বাঙালি সম্মেলন কেন্দ্রের সভাপতি মো. আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা শেখ নওশের আলী প্রমুখ।

এএস/জেডএ/আরআইপি

আরও পড়ুন