মহাখালীতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঠিকাদার গুলিবিদ্ধ
রাজধানীর মহাখালীতে দিদার হোসেন সজীব (৩৪) নামে পানি সম্পদ মন্ত্রণালয়ের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে মহাখালী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সজীব প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও পরে রাত সোয়া ৮টায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে তার ছোট ভাই নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, ৩টার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুই যুবক গুলি করে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সজীবের পিঠে, কানে ও হাতে গুলি লেগেছে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করলেও কারণ এখনো জানা যায়নি বলে দাবি করছে বনানী থানা। তবে বনানী থানা সূত্রে জানা গেছে, টেন্ডার নিয়ে মহাখালীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এআর/এএইচ/আরআইপি