ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৫ এপ্রিল ২০১৫

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আমর্ড পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে অবস্থান করছেন। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি। আদালত এলাকার আশেপাশের বিভিন্ন আবাসিক উচু ভবনগুলোর ছাদেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গেছ।

চকবাজার থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, খালেদা জিয়ার নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানি চলছে আজ।

জেইউ/বিএ/পিআর