বুড়িগঙ্গায় আরো ৫ মরদেহ উদ্ধার, সংখ্যা বেড়ে ১৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ তে।
শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
উদ্ধার হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান (১০), একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে রিকশাচালক সামাদ (৩০) ও একই এলাকার আর মৃত মানিকের ছেলে কাজল (২৪)। বাকি দু`জনের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে, জামিলা খাতুন (৬৫), রাসেল (২২), আলমগীর হোসেন (৩০)-সহ মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজউদ্দিন জাগো নিউজকে বলেন, বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তিনদিন ধরে কাজ করছে। শনিবার ভোর ৫টা থেকে আবার উদ্ধারের কাজ শুরু হয়। ডুবুরীরা পর্যায়ক্রমে এ পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে আরো একজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছে।
নিখোঁজের তথ্যমোতাবেক নদী থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে মতলবের লেংটার মেলা থেকে ঢাকা লালবাগ যাওয়ার পথে নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মধ্যবর্তী স্থানে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এসএইচএ/এআরএস/এমএস/একে/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা