ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চলতি বছর ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৮ লক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য এম এ মালেকের (ঢাকা-২০) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০১৪ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯৭৭৩২৩ জন দক্ষ এবং ৭৩১১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (নারায়নগঞ্জ-১) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে ছাড়পত্র নিয়ে ২৮৪১৯৬৩ জন সৌদি আরবে গেছেন। সৌদি হতে ২০১৫-১৬ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ এবং ২০১৬-১৭ (ডিসেম্বর/২০১৬ পর্যন্ত) সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।

এইচএস/এএইচ/জেআইএম