বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশা
রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। চলতি ফেব্রুয়ারির শেষে অথবা আগামী মার্চের প্রথম দিকে তিনি বাংলাদেশে সফরে আসতে পারেন। একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বাংলাদেশে তার সফরে আসার তারিখ সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
ওই সূত্র জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের বাংলাদেশ সফর আমাদের দেশের জন্য একটি বড় সংবাদ। এতে করে বাংলাদেশ অর্থনৈতিকসহ অনেক দিক দিয়ে লাভবান হবে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের বাদশাহর আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সে দেশে যান। দেশটির এই বাদশার সিংহাসনে আরোহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি। ওই সফরের সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে বাংলাদেশে সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি