সব দলকে আস্থায় আনতে পারব : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপিসহ ছোট-বড় সব রাজনৈতিক দলকে আমরা আস্থায় আনতে পারব, এই আত্মবিশ্বাস আমাদের আছে।’
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে শপথ নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কে এম নুরুল হুদা এসব কথা বলেন।
সিইসি নুরুল হুদা বলেন, ‘আমরা সাংবিধানিক দায়িত্ব পালনে শপথ নিয়েছি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন-কানুন এবং বিধি-বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপসহীন থাকব। নির্বাচন কমিশনের অভিজ্ঞতা এবং জ্ঞান কাজে লাগাব ও নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব। এ জন্য সরকার, সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সংবাদমাধ্যম এবং জনগণের সহযোগিতা প্রত্যাশা করব।’
দায়িত্ব নেয়ার পর প্রাথমিক কাজের বিষয়ে এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘প্রথম কাজ কমিশনার এবং সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা। এরপর আমরা দেখব, কী সমস্যা আছে, সেগুলো নির্ধারণ করে সমাধান কি হবে, তা প্রণয়ন করা।’
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার চ্যালেঞ্জের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই-সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর নির্ধারণ করব।’
এর আগে বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি কে এম নুরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা। শপথ নেয়া কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
জেএইচ/জেআইএম