পদ্মা সেতুর ভৌত কাজ ৪০ শতাংশ শেষ
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের জানান, বহুল আলোচিত পদ্মা সেতুর অগ্রগতি সন্তোষজনক। জানুয়ারি ২০১৭ পর্যন্ত এই প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সেতু বিভাগের মাধ্যমে কয়েকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সেতুগুলো বৃহৎ হওয়ায় অর্থায়ন নিশ্চিতসহ তা নির্মাণে কয়েক বছর সময় লাগতে পারে। সেতু বিভাগের মাধ্যমে আপাতত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাটুরিয়া-গোয়ালন্দে পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এইউএ/ওআর/পিআর