ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

প্রকাশিত: ১০:২৭ এএম, ০২ এপ্রিল ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছে আইন কমিশন। বুধবার কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবগত করেন। বিচারপতি খায়রুল হক এ সময় রাষ্ট্রপতিকে বলেন, সাম্প্রতিক সময়ে আইন কমিশন সাক্ষ্য আইন এবং বৈষম্য বিরোধ আইন নিয়ে কাজ করছে।

রাষ্ট্রপতি আইন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এর কাজ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, এম. শাহ আলমসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিএ/আরআই