ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিমান বাহিনীর এফসিসি সনদ বিতরণ

প্রকাশিত: ০৪:০৮ এএম, ৩০ মার্চ ২০১৫

বাংলাদেশ বিমান বাহিনীর ১৯তম ফাইটার কনভারশন কোর্সের (এফসিসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অবস্থিত ২৫ নং স্কোয়াড্রনে এ সনদপত্র বিতরণ করা হয়। বিমান বাহিনীর ফাইটার কনভারশন কোর্সের সনদ বিতরণ কোর্সে বিমান বাহিনীর নয়জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ পাইলটদেরকে মাঝে সনদপত্র বিতরণ করেন।

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের উদ্দেশে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তোমরা যে দক্ষতা ও পেশাদারিত্ব অর্জন করলে, তা ভবিষ্যতে যেকোনো অপারেশনাল স্কোয়াড্রনে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে।

এর আগে জহুরুল হক ঘাঁটিতে পৌঁছালে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. হুমায়ুন কবীর তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি