ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আট বছরে ৪১ লক্ষাধিক বাংলাদেশির বিদেশ গমন

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আট বছরে ৪১ লক্ষ ৯০ হাজার ৩৮৯ জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে গমন করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের (বগুড়া-৬) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৮ বছরে (২০০৯-২০১৬) মোট ৪১ লক্ষ ৯০ হাজার ৩৮৯ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটি ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গমন করেছেন। এর মধ্যে নারী কর্মী গমনের সংখ্যা ৪ লক্ষ ৭২ হাজার ২৬ জন।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৬২টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ থেকে ২০১৬ সালে কর্মসংস্থানের জন্য ৭ লক্ষ ৫৭ হাজার ৭৩১ জন পুরুষ কর্মী এবং ১ লক্ষ ১৮ হাজার ৮৮ জন নারী কর্মী বিদেশ গমন করেছেন।
 
অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বৈদেশিক কর্মসংস্থান খাতকে সরকার অগ্রাধিকারপ্রাপ্ত সেক্টর হিসেবে ঘোষণা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় সরকার বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির উপর জোর দিয়েছে। বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭টি দেশে কর্মী প্রেরণ করা হত সেখানে নতুনকরে আরও ৬৫টি দেশে কর্মী প্রেরণসহ বর্তমানে বিশ্বের ১৬২টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতায় সরকার শ্রম বাজার সম্প্রসারণে কাজ করছে।’

ইতোমধ্যে রাশিয়া ও থাইল্যান্ডে কর্মী প্রেরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এইচএস/আরএস/বিএ

আরও পড়ুন