বৈঠকে বসেছে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি বৈঠকে বসেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে আরো উপস্থিত রয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে করে সার্চ কমিটি।
এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।
গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।
এইউএ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ দুই ঘণ্টায়ও থামেনি শিক্ষার্থীদের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া
- ২ আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ
- ৩ ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদকে নেওয়া হলো থাইল্যান্ডে
- ৪ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
- ৫ সিনিয়র সচিব আকমলকে মৎস্যে বদলি, স্বাস্থ্যসেবায় নতুন সচিব